অজানার অজানা কিংবা Unknown Unknowns
বই কেনো পড়ি বা একাডেমিক পড়ালেখার বাইরে কেনো পড়াশোনা করি
বই কেনো পড়ি বা একাডেমিক পড়ালেখার বাইরে কেনো পড়াশোনা করি বা করা দরকার সেটার পিছনে অনেক যুক্তিতর্ক উপস্থাপন করা যায়। তবে খুবই সহজ এবং বোধগম্য একটা কথা সম্প্রতি পড়লাম। সেটাও এক্ষেত্রে ব্যবহার করা যায়।
কথাটা ইউএস এর প্রাক্তন ডিফেন্স সেক্রেটারি ডোনাল্ড রামসফিল্ড এর। ২০০২ সালের প্রেস কনফারেন্স এ তিনি বলেন— ❝There are known knowns, things we know that we know; and there are known unknowns, things that we know we don't know. But there are also unknown unknowns, things we do not know we don't know.❞
কথাটা ভেঙে দেখলে এমন যে, কিছু জিনিস আমরা জানি (Known Facts)। আবার কিছু জিনিস এমন যে আমরা জানি যে আমরা ওসব নিয়ে জানি না (Known unknowns)। যেমন ধরেন: আপনি যদি সায়েন্স এর হন এবং ক্লাস ৯ এ পড়েন তখন আপনি জানেন যে, আপনার কমার্সে পড়া বন্ধু একাউন্টিং বলে একটা সাবজেক্ট পড়ে। কিন্তু এই সাবজেক্ট এর ভেতরের কিছু আবার আপনি জানেন না তখন।
কিন্তু শেষ যে অজানার ধাপ সেটা হলো ‘Unknown Unknowns’ অর্থাৎ এমন কিছু জিনিস যা আপনি জানেনই না যে আপনি জানেন না। আর এই ধাপের অজানাকে জানার বেস্ট একটা ওয়ে হলো নিজের ঘাটাঘাটি বা সেল্ফ স্টাডি। এর মাধ্যমে দুটো জিনিস লাভ করা সম্ভব। প্রথমটা হলো এই Unknown Unknowns গুলো আবিষ্কার করে Known Unknowns এ পরিণত করা যায়৷ আর একবার তা হয়ে গেলে যেকোনো Known unknown পিক করে এদের ওপর বিস্তারিত জেনে known facts বা জানা বিষয়ে রূপান্তর করে ফেলা যায়।
তবে এই ‘Unknown Unknowns’ গুলো জানা ইম্পর্ট্যান্ট কারণ এখানেই হয়তো লুকিয়ে আছে আপনার প্রচণ্ড আগ্রহের নানান কিছু। হয়তো এখানকার কোনোটা Known unknown হয়ে গেলে বা এদের সংস্পর্শে এলেই আপনি আবিষ্কার করতে পারবেন আপনার সুপ্ত চাওয়া কিংবা জীবনের মিনিং কিংবা Who knows what! হয়তো বোরডোম ঘুচে যাবে কিংবা আবিষ্কার করবেন নিজের ভিন্ন এক রূপ!


